1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আলাউদ্দিনের বাসায়,অস্ত্র-গুলি উদ্ধার অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে শামীম নামের এক যুবক মারাত্মক আহত  নড়াইলের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল ইসলামের যোগদান পীরগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে আদালত চত্বরে বিচারকদের বৃক্ষরোপণ নান্দাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার জনতার ঢল পটিয়ায় ইদ্রিস মিয়ার নেতৃত্বেে বিএনপি ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শরণখোলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরণখোলায় বিএনপি’র  দ্ধি- বার্ষিক সম্মেলন ১৩ই জুলাই অনুষ্ঠিত হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন  ১৩ই জুলাই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা সরব হয়ে উঠেছে।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে চারটি ইউনিয়নের প্রতিটিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে ২৮৪ জন ভোটার রয়েছেন যাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত হবেন।  এ সম্মেলনে সভাপতি পদে লড়াই করছেন দুইজন এরা হলেন উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান মতিয়ার রহমানের স্ত্রী বিএনপি নেতা আঞ্জুমান আরা আলো ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত। সাধারণ সম্পাদক পদে তিন জন এরা হলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন, ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন মানিক। অন্যদিকে সাংগঠনিক পদে সাতজন এরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, ধানসাগর ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক শামীম আহমেদ বাদল, যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, মহিউদ্দিন বাদল, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান ও মনিরুজ্জামান।

দীর্ঘ ৯ বছর নির্বাচন  হওয়ায় এই নির্বাচনকে ঘিরে  রেস্তোরা এবং চায়ের দোকানে খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছে এক কথায় নেতা কর্মীরা প্রার্থীদের কাছ থেকে গভীর ভালোবাসা পাচ্ছে বলে তারা মনে করেন। নির্বাচনের দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একদিকে আলো- মিলন – বাদল পরিষদ অন্যদিকে আনোয়ার হোসেন – মোল্লা ইসহাক পরিষদ। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েক নেতা বলেন এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তারা মনে করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন দীর্ঘদিন রাজনীতিটা জড়িত আছেন তিনি এ লড়াইয়ে জিতবেন বলে শতভাগ আশাবাদী। অন্যদিকে সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা আলো বলেন দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছেন জয়ের ব্যাপারে তিনিও শতভাগা আশাবাদী।

এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি উদীয়মান তরুণ যুবক বেলাল হোসেন মিলন বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে তারেক জিয়ার আগামী বাংলাদেশ বির্নিমানে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আশা করি এই নির্বাচনে জয়লাভ করবো  ইনশাল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী তালুকদার মধু বলেন, বিএনপির রাজনীতি করতে এসে ফেসিস্ট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েছি আশা করি এ নির্বাচনে  জয়লাভ করব এ প্রত্যাশা রাখি। একই ধরনের মন্তব্য করেন অন্যান্য প্রার্থীরা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। উপজেলা নির্বাচন প্রস্তুতি  কমিটি তাকে জানিয়েছেন সকল ১৩ তারিখের সম্মেলন করার  সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা সব ধরনের  সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট