পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়ার উপজেলার হাইদগাঁও স্কুলের এসএসসি ২৫ ইং চরম ফলাফল বিপর্যয়
ও ১২৯ জন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বঞ্চিত হওয়ায় এর করনীয় এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা ১১জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় গাউছিয়া কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, হাঈদগাও স্কুলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, স্কুল কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠক জয়নাল আবেদীন, মোজাম্মেল হক লিটন, আবুল হোসাইন, মাইমুনুল ইসলাম মামুন, অভিভাবক সদস্য নূর মিয়া, হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসহাক, মো. আলী আকবর, মফজল সও:, জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, শামিম, মহিউদ্দীন, আইয়ুব আলী, শফি, সেলিম উদ্দিন, আবদুল মালেক, নুরুল আলম, শফিউল আলম (সুমন) আরিফ মিয়া, নাজিম উদ্দীন, মোহাম্মদ বেলাল, সৈয়দ, জামাল উদ্দিন, রিয়াদ, হাসান, মোরশেদ, সায়েম, আদনান প্রমুখ। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে এর পদত্যাগ, স্কুলের এসএসসি ২৫ ইং শিক্ষার্থীদের চরম ফলাফল বিপর্যয় ও স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা না পাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করে শিগগিরই কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।