1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ডিমলায় ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি অনুষ্ঠিত ৪ নং সাউথখালী ইউনিয়নের সোনাতলা বেড়িবাঁধ থেকে শুরু করে সাবেক চেয়ারম্যান বাড়ি পর্যন্ত রাস্তার বেহালদশা:: : নড়াইলের কালিয়ায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার ও অর্ধগলিত সেই মরদেহের পরিচয় মিলেছে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামিরা আজিম দোলার নেতৃত্বে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে দাওয়াতি কার্ড বিতরণ লাকসামে এডভোকেট বদিউল আলম: ন্যায়বিচার ও জনকল্যাণের পথিকৃৎ খুলনায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক ‎অভয়নগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম ‎আতঙ্কে এলাকাবাসী.

রাজশাহীতে ট্রায়ালের নামে ট্রাক নিয়ে উধাও, প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

রাজশাহীর টুলটুলি পাড়া হাড়ুপুর এলাকার ইসা ট্রায়ালের নামে একটি ট্রাক কৌশলে নিয়ে গিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর কাঠালবাড়িয়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী লুৎফর রহমান ও তার ছেলে জসিম উদ্দিন জানায়, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে টাটা ১১০৯ মডেলের একটি ট্রাক ট্রায়ালের কথা বলে ড্রাইভার ইসা নিয়ে গিয়ে আর ফেরত দেননি। সাত দিন পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকটি খুঁজে পায় মালিকপক্ষ। এসময় ট্রাক থেকে ১ হাজার ৫০ কেজি গম উদ্ধার করা হয়। তারা অভিযোগ করে বলেন, ঢাকার একটি ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ১৫ হাজার ৬১০ কেজি গমের চালান নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকটি রওনা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে গমের একটি অংশ উদ্ধার করা হলেও বাকি গম সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় যুবদল নেতা ফরিদুল ইসলাম সাহেব আলির উপস্থিতিতে ট্রাকে থাকা গমের একটি অংশ ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয় এবং মোট ৭ লাখ ৫০ হাজার টাকা সাহেব আলির মাধ্যমে ট্রান্সপোর্ট এজেন্সিকে পরিশোধ করা হয়। এসময় সাহেব আলি ও ইসার বাবা ইউসুফ আলি বাড়ি বিক্রি করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এবং ক্ষমতার দাপট ও হুমকির মুখে অবশেষে কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে না নিলে প্রতারকদের বিরুদ্ধে রাজশাহী কোর্টে পরপর তিন ধারায় মামলা দায়ের করে ভুক্তভোগ লুৎফর রহমান ও তার ছেলে জসীমউদ্দীন। দুটি মামলায় যামিন পাওয়ার পরে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন আসামি পক্ষ জীবনের নিরাপত্তার জন্য তারা আজ সকালে এই মানববন্ধন করে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার বলেন এই প্রতারক চক্রদের দ্রুত গ্রেফতার এবং চক্রের কাছ থেকে ট্রাক কিংবা ট্রাকের সমপরিমাণ টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট