1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে গুজব তৈরির খারখানার সন্ধান, দায়িত্বে রয়েছে পুতুল অনুমতি ছাড়াই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন শিক্ষিকা জুলেখা কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা  গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে প্রেরন করেছে পুলিশ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের পক্ষে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খাঁন বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন;। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময় গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

ডিমলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫জন শিক্ষকের ৪জনই অনুপস্থিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

: নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি খামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যেন অনিয়মের প্রতিচ্ছবি। মঙ্গলবার (৮ জুন) দুপুর আড়াইটায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৫ জন শিক্ষকের মধ্যে মাত্র ১ জন শিক্ষক উপস্থিত থেকে ১৪ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস নিচ্ছেন। বাকি ৪ জন শিক্ষক ছিলেন অনুপস্থিত। অথচ এ বিদ্যালয়ে মোট ১২০ জন শিক্ষার্থী তালিকাভুক্ত রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণিতে ১৭ জন, প্রথম শ্রেণিতে ২৯, দ্বিতীয় শ্রেণিতে ২০, তৃতীয় শ্রেণিতে ১৯, চতুর্থ শ্রেণিতে ২০ এবং পঞ্চম শ্রেণিতে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। অথচ মাত্র কয়েকটি শ্রেনীর ১৪ জন উপস্থিত শিক্ষার্থীর জন্য এককভাবে ক্লাস পরিচালনা করছেন সহকারী শিক্ষক কেফায়েত আলী।

স্থানীয়রা জানান, এ চিত্র নতুন নয়। প্রতিদিনই শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস বর্জন করে থাকেন। এমনকি কোনো কারণ ছাড়াই তারা বিদ্যালয়ে উপস্থিত হন না। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। ফলে শিক্ষকরা অনিয়মে উৎসাহী হয়ে পড়েছেন।

প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন, আমি তো আজকে কাজের কারণে বাহিরে ছিলাম, বিদ্যালয়ে ছিলাম না কিছু বলতে পারবো না। আর এভাবে তো ক্লাশ নেওয়া হয়না। কালকে গিয়ে শুনবো।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ কুমার গাছি জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন। প্রয়োজনীয় তদন্ত শেষে. দোষী শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি বিদ্যালয়ের এমন দুরবস্থা দ্রুত সমাধান করতে হবে। না হলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট