রায়পুরে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। সভাপতি মুরাদ, সম্পাদক আলমগীর নির্বাচিত
পীরজাদা মোঃ মাসুদ হোসেন, রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বণিক সমিতির নির্বাচন। এ নির্বাচনে ১৬ টি পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ১৬২৫ জন ভোটারের মধ্যে ১৫১৪ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৯৩.১৬%। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ভোটকেন্দ্র। ৫ টায় ভোট গননা শুরু করে রাত ৮ টায় ফলাফল ঘোষনা করেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন।
নির্বাচনের ফলাফলে বিজয়ীরা হলেন: সভাপতি: সাইফুল ইসলাম মুরাদ (প্রতীক: চেয়ার)। তিনি ভোট পেয়েছেন ৭১৩, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ইব্রাহীম খলিল আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৬৩০, এছাড়াও সভাপতি প্রার্থী ছাব্বির আহম্মদ মিয়াজী হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ১৪০, আব্দুর রব সিদ্দীকী টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান (প্রতীক: বালতী), সহ-সভাপতি পদে হাজী মোঃ শফিকুল ইসলাম (প্রতীক ক্যামেরা) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক: আলমগীর হোসেন (প্রতীক: ছাতা), ভোট পেয়েছেন ৯২৬। তার নিকটতম প্রতিদ্বন্ধী এসএম মোর্শেদ আলম ভোট পেয়েছেন ২৫৮, মোঃ আবু জাফর আজাদ কবুতর প্রতীকে ভোট পেয়েছেন ২৪৭, মোঃ নুর নবী ইলিশ প্রতীকে ভোট পেয়েছেন ৩১, মোঃ গোলাম মাওলা রাজু দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ১৩টি। যুগ্ন-সাঃ সম্পাদক পদে আঃ মালেক (প্রতীকভ্যানগাড়ী), সাংগঠনিক সম্পাদক: জিয়া উল্যা (প্রতীক: জগ), দপ্তর সম্পাদক: জহির হোসেন (প্রতীক: ডাব), প্রচার সম্পাদক: মোকতার হোসেন (প্রতীক: মাইক), ক্রীড়া সম্পাদক: মোঃ সোহেল (প্রতীক: ক্রিকেট ব্যাট), পাঠাগার ও লাইব্রেরী সম্পাদক: কামাল হোসেন রাজু (প্রতীক: কলম) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আবুল হাসেম, খায়রুল আলম রুবেল, তানভীর হাসান, মোঃ ওমর ফারুক।
বিজয়ী প্রার্থীরা রায়পুরের ব্যাবসায়ীদের কল্যানে একযোগে কাজ করে যাবেন বলে আস্বস্ত করেন। এ নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে কেউ কেউ টাকার ছড়াছড়ি হয়েছে মর্মে অভিযোগ তুলেছেন। বিজয়ী সাঃ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেছেন, আমার এ বিজয় ব্যাবসায়ীদের বিজয়, অতি শ্রীঘ্রই আমি সকল ব্যাবসায়ীদের সাথে দেখা করবো, সকলের সহযোগীতায় একটি মজবুত ব্যাবসায়ী কমিটি হিসেবে সংগঠনকে পরিচালনা করবো।