1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু

ফেক আইডি খুলে শিবিরবিরোধী প্রচারণা চালাও’ ছাত্রদল নেতার নির্দেশনার স্ক্রিনশট ফাঁস!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

‘ফেক আইডি খুলে শিবিরবিরোধী প্রচারণা চালাও’ ছাত্রদল নেতার নির্দেশনার স্ক্রিনশট ফাঁস

বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র সমালোচনা, নেতা তানভীর পূর্বেও বিতর্কে জড়িত

(পবিপ্রবি) প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতা তানভীর আহমেদের একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি সংগঠনের নেতাকর্মীদের ফেক ফেসবুক আইডি খুলে ইসলামী ছাত্রশিবির ও গণমাধ্যমের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালানোর নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ‘ছাত্রদল পবিপ্রবি অফিসিয়াল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তানভীর আহমেদ লিখেছেন, “আগামীকালর মধ্যে সবাই একটা ফেইক আইডি খুলবি। তারপর দিনে অন্তত ১০টা পোস্ট করবি। কী পোস্ট করবি সেটা গ্রুপে বলে দিব। সবার আইডির লিংক দিতে হবে।”

ওই বার্তায় আরও বলা হয়, ফেক আইডিগুলোর ব্যবস্থাপনার জন্য একটি আলাদা ‘শ্যাডো গ্রুপ’ খোলা হবে, যেখানে প্রত্যেক সদস্যের বিকল্প আইডির লিংক সংরক্ষণ করতে হবে। সপ্তাহ শেষে কার আইডি কত পোস্ট করেছে এবং কী পরিমাণ রিচ পেয়েছে, তার হিসাব নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়, এসব ফেক আইডি ব্যবহার করে শিবির ও ছাত্রলীগপন্থি শিক্ষার্থীদের সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড বাড়াতে হবে। প্রোফাইলে রাখতে হবে লাল রঙের কিছু অথবা স্বাধীনতা সংশ্লিষ্ট ছবি। লক্ষ্য নির্ধারণ করে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে প্রতিটি আইডিতে কমপক্ষে ৫০০ ফ্রেন্ড থাকতে হবে।

তানভীর আহমেদ বলেন, “আইডিগুলো দিয়ে পাবলিকিয়ান, দ্য ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন ফেসবুক গ্রুপে সক্রিয় থাকতে হবে। এ অ্যাক্টিভিটিটুকু সবারই করতে হবে। এটা করা এখন ফরজ হয়ে গেছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রুপটির একাধিক সদস্য জানিয়েছেন, শতাধিক সদস্যের এ গ্রুপটি ছাত্রদলের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। কয়েকজন সদস্য স্ক্রিনশটের সত্যতাও নিশ্চিত করেছেন। জানা গেছে, জুলাইয়ের গণআন্দোলনের সময় এবং নতুন কমিটি গঠনের প্রাক্কালে এসব নির্দেশনা দেন তানভীর আহমেদ।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তানভীর আহমেদ বলেন, “এই মেসেজটি কখন পাঠানো হয়েছিল তা মনে নেই, তাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”

প্রসঙ্গত, তানভীর আহমেদ এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তখন সামাজিক চাপের মুখে তিনি ক্ষমা চান। এছাড়াও, বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার সাথেও তার নাম জড়িয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্ররাজনীতির নৈতিকতা ও ডিজিটাল অপপ্রচারের বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট