অভয়নগরে বিষক্রিয়ায় ১২ শিক্ষার্থী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১২শিশু জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা আড়াইটার সময় নড়াইল চাকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসকল শিক্ষার্থী আক্রান্ত হয়। ৩শ্রেনী থেকে ৫শ্রেনীর শিক্ষার্থী রয়েছে যার মধ্যে। শিক্ষাকরা জানান, স্কুল চলাকালীন সময় দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের সীমানার পাশে কদাচিত বিষ স্প্রে করে একযুবক। এসময় বিভিন্ন শ্রেনীর প্রায় ১৮জন শিশু শিক্ষার্থী আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে: এই বিষক্রিয়ার কারণের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে ১২জন শিক্ষার্থী কে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ডাঃমাহাফুজুর রহমান সবুজ জানিয়েছেন শিক্ষার্থীরা বিষক্রিয়া আক্রান্ত হয়েছে তাদের কে চিকিৎসা দিয়ে কিছু বাড়িতে ও কিছু শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।