বাঘারপাড়ায় সাংবাদিকের উপর হামলা-ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় সন্ত্রাসীদের হামলায় গাংচিল টিভি ও অভয়নগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হৃদয় সরদার আহত হয়েছে। এসময় সাংবাদিক হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরসহ লুটপাট করা হয়। এবিষয়ে হৃদয় সরদার জানান, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম এসময় একদল সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় এবং ব্যবসা প্রতিষ্টান লুটপাটসহ ভাংচুর করে। ঘটনা জানার পর বাঘারপাড়া থানা পুলিশ ঘটনা স্থানে হাজির হলে পরবর্তীতে সাংবাদিক হৃদয় সরদারের উপর আবাও সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। স্থানীয় ভাবে জানা গেছে, সাংবাদিক হৃদয় সরদার জুলাইয়ের যশোরে জীবন বাজি রেখে ক্যামেরা নিয়ে সাহসীকতার পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী সাংবাদিকের সম্মান অর্জন করেছিলেন। সেই জুলাইয়ে সাংবাদিকের ব্যাবসা প্রতিষ্ঠানে একদল স/ন্ত্রা/সী হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক অধ্যায়। এব্যাপারে অভয়নগর প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেই সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এবিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ রাকিব জানান, হৃদয় ওই বাজারে এক ফল ব্যবসায়ীকে মারধর করে, যে কারনে স্থানীয় ব্যবসায়ীরা হৃদয়ের উপর চড়াও হয়। ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে হৃদয়কে থানায় আনা হয়েছে, যদি কোন পক্ষ মামলা করে তবে আইনগত ব্যবস্থা নোওয়া হবে।