1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা সরকার বার বার দরকার বলা নায়কা অপু, এখন বিএনপির মঞ্চে, সমালোচনার ঝড় দলের সিদ্ধান্ত নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে-খোরশেদ আলম  কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-৩ মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওসি সহ মামলা প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ভূমিদস্যু কর্তৃক প্রতিষ্ঠানের হোস্টেল ও শিক্ষক কোয়াটার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন: পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ধরা ছোঁয়ার বাইরে কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলার আসামীরা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ধরা ছোঁয়ার বাইরে কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলার আসামীরা

 

নিজস্ব প্রতিবেদক

 

চাপ কমাতে নিরপরাধীদের আটকের অভিযোগ

ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অভয়নগর উপজেলার আওতাধীন নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় মুল আসামীরা। গত মাসের ২২ মে সন্ধায় ঘেরের চুক্তিপত্র করার কথা বলে উপজেলার ডহর মশিয়াহাটি ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এ ঘটনায় নিহতের ভাই রফিকুজ্জামান ইসলাম টুলু বাদি হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করে যার মামলা নং ১৬, ২৬/৫/২৫  এজাহার নামীয় আসামীরা হলে ১) পিন্টু বিশ্বাস, ২) দীনেশ, ৩) দূর্জয়, ৪) সাগর বিশ্বাস, ৫) অজিত, ৬) পল্লব, ৭) গজো ওরফে পবন, ৮) অতীত মন্ডল, ৯) আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, ১০) মাসুদ পারভেজ সাথী, ১১) ফিরোজ খান। মোট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জন  আসামী করে.।

মামলার ৪ নং আসামীকে স্থানীয়রা পুলিশে শোপর্দ করে। হত্যা মামলা রুজুর এক মাস অতিক্রম হলেও পুলিশ এজাহার নামিয়  বাকি আসামিদের কাউকেই আটক করতে পারেনি।

অভিযোগ আছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের  চাপ ও স্থানীয় রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে নিরপরাধ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে এ মামলায় আটক করা হয়েছে। তারা হলেন কুমারেশ মল্লিক পিতা সমর মল্লিক সাং আন্ধা, স্বদেশ মন্ডল পিতা তাপস মন্ডল সাং ভাটবিলা, সাগর বিশ্বাস পিতা সুজিত বিশ্বাস সাং ডহর মশিয়াহাটি, অসীম তরফদার পিতা গোসত তরফদার সাং হরিনাবাদ,পাইকগাছা, প্রজিত রায় পিতা অবনি রায় সাং দেলুটি, পাইকগাছা, সৌমেন মহলদার পিতা রিপন মহলদার সাং কুচলিয়া ও পল্লব বিশ্বাস পিতা পরিতোষ বিশ্বাস সাং সুজাতপুর, মশিয়াহাটি,  চয়ন মল্লিক। এরা সকলে নিরপরাধ ব্যাক্তি তাদের বিরুদ্ধে তেমন কোন তথ্য প্রমান আদালতে উপস্থাপন করতে পারেনি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা  বলেন  তরিকুল হত্যাকান্ডে যারা জড়িত তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক কিন্তু নিরাপরাধ কোন ব্যাক্তি যেনো আটক না হয়। বর্তমানে এলাকায় আতংক ছড়িয়ে আছে কখন কাকে জানি ধরে নিয়ে যায়। অনেকে এলাকাছাড়া রয়েছে, ভয়ে বাড়িতে আসতে সাহস পাচ্ছে না। পুলিশের এমন কর্মকাণ্ডে হতবাক ভুক্তভোগী পরিবারগুলো।তাদের দাবি নিরপরাধ সকলকে দ্রুত জামিনের ব্যবস্থা করে। এই মামলা হতে অব্যহতি দেওয়ার হোক। নিরপরাধ ব্যাক্তিদের পরিবারগুলোর দাবি আর যেনো কোন নিরপরাধ ব্যাক্তিকে আটক না করা হয়। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র হাতে কিছু জানার থাকলে ডিবির ওসির সাথে কথা বলেন। এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূইয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট