1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা সরকার বার বার দরকার বলা নায়কা অপু, এখন বিএনপির মঞ্চে, সমালোচনার ঝড় দলের সিদ্ধান্ত নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে-খোরশেদ আলম  কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-৩ মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওসি সহ মামলা প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ভূমিদস্যু কর্তৃক প্রতিষ্ঠানের হোস্টেল ও শিক্ষক কোয়াটার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন: পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অভয়নগরে ভণ্ড কবিরাজ ইসমাইল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

অভয়নগরে ভণ্ড কবিরাজ ইসমাইল আটক

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের নাটকীয় রহস্য উদঘাটন, উদ্ধার ৩ লক্ষাধিক টাকা ও স্বর্ণ। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে অভিনব প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।ভিকটিম, একজন মধ্যবয়সী বিধবা নারী, প্রায় ছয় মাস আগে এক অজ্ঞাতনামা ব্যক্তির কবিরাজ সেজে তার বাড়িতে আসার মাধ্যমে প্রতারণার শিকার হন। ওই ব্যক্তি নিজেকে “সাধু কবিরাজ” পরিচয় দিয়ে দাবি করে, সে যেকোনো সম্পদ ডাবল করতে সক্ষম এবং মানুষকে কল্যাণের পথে সহায়তা করে। বিশ্বাস স্থাপন করতে কৌশলে এক নোট ডাবল করে দেখায়, যা দেখে ভিকটিম ও তার পরিবার মুগ্ধ হয় এবং প্রলোভণে পড়ে। পরবর্তীতে ২৪ জুন ২০২৫ খ্রিঃ, ভিকটিমের ছোট বোন বেড়াতে এলে একই কবিরাজ আবারো উপস্থিত হয় এবং তাদের দু’জনকেই অর্থ ও স্বর্ণ দ্বিগুণ করে দেয়ার আশ্বাস দেয়। সরল বিশ্বাসে ভিকটিম ঘরে থাকা নগদ ৪,২৫,০০০ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার কবিরাজের হাতে তুলে দেন। কবিরাজ তাৎক্ষণিকভাবে কার্টুনের মধ্যে সমস্ত অর্থ ও স্বর্ণ রেখে বলেন, “মাত্র দুই ঘণ্টা অপেক্ষা করুন, তারপর সব দ্বিগুণ হয়ে যাবে।” এরপরই প্রতারক কবিরাজ মো. ইসমাইল গাজী কৌশলে টাকা-স্বর্ণসহ চম্পট দেয়। দু’ঘণ্টা পর মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। ভিকটিমরা দুশ্চিন্তায় পড়ে কার্টুন খুলে দেখেন—ভেতরে কেবল কিছু কাগজ ছাড়া আর কিছুই নেই। ঘটনার পর ভিকটিম দ্রুত যশোর জেলা পুলিশের সহায়তা চান। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি টিম, অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূইয়ার নেতৃত্বে এসআই(নিঃ) শিবু মন্ডল ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামে। অবশেষে ০২ জুলাই  দিবাগত রাত ০২:৫০ মিনিটে উপজেলার ধোপাদী গ্রামের নিজ বাড়ি থেকে ভণ্ড কবিরাজ মো. ইসমাইল গাজী (৪৮)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে ধোপাদী গ্রামের আনছার আলী গাজীর ছেলে বলে জানা যায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী ঘটনার সত্যতা স্বীকার করে। তার হেফাজত হতে উদ্ধার করা হয় নগদ ৩,৪০,৫০০ টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার। পরবর্তীতে ডিবি পুলিশ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এই চাঞ্চল্যকর ঘটনায় সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে ডিবি পুলিশ সর্তক থাকার আহ্বান জানিয়েছে, যেন এ ধরনের প্রতারক কবিরাজদের ফাঁদে পড়ে আর কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট