1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা  শরণখোলায় সিএসও নেটওয়ার্ক কার্যক্রম টেকসই করণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ। উঠেছে ৩ জনের বিরুদ্ধে সাঘাটায় কাঠ পুড়ে কয়লা তৈরীর ২টি কারখানায় সেনাবাহিনীর অভিযান।। আটক-২ পটিয়া  পৌর ৫নং ওয়ার্ড এলডিপি’র উদ্যাগে সাবেক এমপি মমতাজ অলির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করতে বিএনপির ব্যাপক প্রস্তুতি অভয়নগরে জেলা পরিষদের উদ্যোগে আমাদের চোখে জুলাই বিপ্লব অনুষ্ঠিত  দেশে জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জন নারী ও শিশু কনস্টেবলের স্ত্রীকে দেখে মাথা খারাপ এএসপি, অনৈতিক প্রস্তাব দেওয়ায় সাময়িক বরখাস্ত  নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে

অভয়নগরে আসাদুজ্জামান জনির নেতৃত্বে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অভয়নগরে আসাদুজ্জামান জনির নেতৃত্বে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

 

অভয়নগর প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির নেতৃত্বে  উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করে। বিকাল সাড়ে ৪ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদ বঞ্চিতদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছরে বিএনপি ও সহযোগি সংগঠনের যেসব নেতকর্মী রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে অভনগরের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর সংখ্যা খুবই কম। তাছাড়া সুবিধাভোগী কয়েক নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা লিপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মেরুদন্ডহীন অভয়নগর ও নওয়াপাড়া পৌর বিএনপির কমিটি পুনরায় গঠন করতে হবে। যাতে আগামী সকল নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হতে পারে সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। একই সাথে মিথ্যা মামলা থেকে আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট