১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করবে দ: জেলা জাতীয় পার্টি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি। এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ জুন শনিবার বিকালে পটিয়া একটি কমিউনিটি সেন্টার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে পটিয়া উপজেলা জাতীয় পার্টি সহ সভাপতি তাপস বড়ুয়া। পটিয়া উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়জুল কবির চৌধুরী টিটুর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায়
প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও
চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি ছিলেন জাপা’র কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ,
দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক
বীরমুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া পৌরসভার সভাপতি
মোহাম্মদ সাইফুদ্দিন, উপজেলার সহ সভাপতি মনির আহমদ চেয়ারম্যান, ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আমিনুল ইসলাম ফারুকী, প্রবাসী মন্টু ঘোষ, দক্ষিণ জেলা জাতীয়
শ্রমিক পার্টির আহবায়ক সিকান্দার মিয়া,
সদস্য সচিব শাহ আলম কন্টাক্টতার,
বাঁশখালী উপজেলা জাপার সভাপতি জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী,
চন্দনাইশ উপজেলা জাপা’র সভাপতি আবুল মনসুর, বোয়ালখালী উপজেলার আহবায়ক সাইফুদ্দিন খান, পটিয়া জাপার নেতা নুরুল আবছার, সাহাব মিয়া, ইউসুফ, প্রান্ত, রফিক, কাসেম ফকির, আনোয়ার উপজেলা জাতীয় পার্টির নেতা মনির হোসেন, কামাল উদ্দিন, নয়নসহ জেলা, উপজেলা,পৌরসভা জাতীয় পার্টি
অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ জুলাই
সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী।
ঐদিন সোমবার বিকালে এরশাদ ও প্রয়াত জাপার নেতা শামসুল আলম মাষ্টারে মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা করা হয়েছে।
মৃত্যু বার্ষিকী আলোচনা সভা দোয়া ও মাহফিল সফল করার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহবান জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় নেএী বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ নেতৃত্বে সারা বাংলাদেশ জাতীয় পার্টির নেতা কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।