মির্জাপুরে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ জুন ২০২৫ ইং, বিকাল ৩টার সময় মির্জাপুর ইউনিয়নের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুস সোবহান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জমশেদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, জেলা শুরা সদস্য ও জেলা অফিস সেক্রেটারি সৈয়দ তারেকুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, জেলা শুরা সদস্য ও উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব ভিবাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সুমন আহমেদ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে দার্স প্রধান করেন, সাবেক নায়বে আমীর ও কর্মপরিষদ সদস্য মোঃ তাজুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (সাতী) মোঃ সাজিদুর রহমান। পরে সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন, মির্জাপুর ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মোঃ আব্দুল হাই বুল বুল।
এছাড়াও ভুনবীর ইউনিয়ন শাখা’র দায়িত্ব শীল ও বিশিষ্ট ব্যাবসায়ী, মাস্টার টি স্বাধীকারি মোঃ সাইফুল ইসলাম বুলবুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।