অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মফিজুর রহমান শেখ, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের অভয়নগর শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জুন সকাল থেকে বিকাল পযন্ত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সেক্রেটারি আবুল হাশেম রেজা, ওই কর্মশালায় দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি জনাব মাওলানা নাজির হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জনাব গোলাম মোস্তফা প্রমুখ।