অভয়নগরে ১৮ ঘন্টা নিখোঁজের পর ওমর আলীর মরদেহ উদ্ধার
মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া গ্রামে নিজ ঘেরে পড়ে মোঃ ওমর আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর (২৩ জুন) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনেরা।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে ওমর আলী নিজ ঘেরে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। তার স্ত্রী মরজিনা বেগম জানান, “আমার স্বামী আগেও তিনবার স্ট্রোক করেছিলেন। গতকাল আসরের নামাজের পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে মজুমদার মিলের পেছনে আমাদের নিজস্ব ঘেরের ভেতরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখি।” তিনি আরো বলেন,আমার স্বামীর কোন শত্রু ছিল না এবং এটি স্বাভাবিক মৃত্যু বলেই তিনি মনে করছেন। নিহত ওমর আলী চেংগুটিয়া বুড়োর দোকান এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, “মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি (স্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।”
ওমর আলীর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।