অভয়নগরে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ
মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানে যশোরের অভয়নগরে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সহ সভাপতি শাহ্ জুবায়ের হোসেন।উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার মোস্তাফিজ মিলন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মান্নু, সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতাসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।