আমার কাছে মনে হয় এতিম দিবস
লেখকঃ-মোঃ আব্দুল মান্নান, সুনামগঞ্জ
১৫ জুন/২৫ - আজ নাকি বাবা দিবস আমার বাবা ও নেই ,মা ও নেই। তাই আমার কাছে মনে হয় এতিম দিবস নাই কেন?
বাবা, মাকে হারিয়েছি ২৫ বছর আগে। তাই আমি মর্মে মর্মে বুঝি হারানোর জ্বালা। এখন আমার জন্য কেউ পথ চেয়ে বসে থাকে না। ফোন করে বলেনা তাড়াতাড়ি বাড়িতে আয়।তখন বিরক্ত হতাম। এখন হাজারবার বিরক্ত হতে চাই কিন্তু নিঃসার্থ ভাবে কেউ বিরক্ত করতে পারে না। একসময় মনে হত বাবা /মা বেশি বেশি করেন। এখন কেউ কম কম ও করে না। এখন সব হারানর পর মনে হয় কেন বাবা/ মাকে বেশি করে সময় দিলাম না। মা, বাবাকে আর ও বেশি বেশি কেন যত্ন করলাম না- কত কি ? আসলে বাবা /মা আমাদের কতবড় শক্তি কাছে থাকলে বুঝি না। চলে যাবার পর তিলতিল করে অনুভব করি কি হারালাম।"রাব্বির হাম হুমা কামা রাব্বীয়ানী সাগীরা " আমার বাবা, মা-র জন্য সকলের কাছে দোয়ার আবেদন রইল। ভাল থাকুক সকল বাবা/ ভালো থাকুক সকল মা।