ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলা শাখা এবং এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
আজ ৮ই জুন, রবিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ আল-আমীন, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা।
সভাপতিত্ব করেন: মাওলানা আবু হানিফ সাহেব, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ এবং জাতীয় শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল সাহেব।