যশোরে সাবেক চাকরিচ্যুত পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক
চাকরিচ্যুত পুলিশ পরিদর্শক যশোরের মোয়াজ্জেম হোসেন পুলিশি কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তিনি পুলিশি দাপট ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন। এবার তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষন আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর পরিবেশ অধিদফতরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। দেশের আলোচিত চাকরিচ্যুত পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম শহরের চাঁচড়া ডালমিল এলাকার খোন্দকার আনসার আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, চাঁচড়া মৌজার জনৈক আলমগীর সিদ্দিকীর আরএস ৫০৬৩ দাগের ১৩৫ শতক পুকুরের জমির মধ্য থেকে ১০ শতক ক্রয় করেন মোয়াজ্জেম হোসেন। পরবর্তীতে তিনি পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরায় করে ফেলেন। যশোর পরিবেশ অধিদফতর বিষয়টি জানতে পেরে গত ২৩ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সত্যতা পায়। এসময় তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের তোয়াক্কা না করে পুলিশি আচরণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এরপর এদিন পরিবেশ আইন লঙ্ঘন করায় যশোর পরিবেশ অধিদফতের রিসার্স কর্মকর্তা আদালতে এ মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, নারী কেলেঙ্কারির অভিযোগে চাকরিচ্যুত হন ওসি মোয়াজ্জেম হোসেন।