যশোরে ভরণপোষণের দাবিতে ছেলেদের বিরুদ্ধে মায়ের মামলা
যশোর জেলা প্রতিনিধি
যশোরে ভরণ-পোষণের দাবিতে দুই ছেলে ও তাদের দুই বউদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক হতভাগ্য মা। রোববার (১ জুন) যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী রিজিয়া বেগম এ মামলা দায়ের করেন।
আসামিরা হলো, বাদীর বড় ছেলে ফারুক হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম এবং ছোট ছেলে বিল্লাল হোসেন ও তার স্ত্রী রেহেনা বেগম।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, প্রায় ৮ বছর আগে রিজিয়া বেগমের স্বামী হাসান আলী মারা যান। এরপর থেকে তিনি স্বামীর ভিটায় বসবাস করতেন। কিন্তু ছেলের বউরা তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন। কাজ করতে না পারলে তাকে গালাগাল ও অপমান করা হতো। এমনকি নাতি-নাতনিদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। ২০২২ সালের ১৩ মার্চ রিজিয়া বেগম বাড়িতে কাজ করার সময় পড়ে গিয়ে এক পা ও এক হাত ভেঙে যায়। এরপরও ছেলে ও বউরা তার চিকিৎসার ব্যবস্থা করেনি। বরং ২০২২ সালের ১৬ এপ্রিল তাকে হাত-পা ভাঙা অবস্থায় স্বামীর ভিটা থেকে বের করে দেন। এরপর থেকে রিজিয়া বেগম তার মেয়েদের বাড়িতে আশ্রয় নেন এবং মেয়েরাই তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নেন। দীর্ঘ তিন বছর পর গত ১৮ মে মেয়েরা তাকে দুই ছেলের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি ছেলেদের কাছে ভরণ-পোষণ দাবি করলে তারা অস্বীকার করেন এবং বাড়ি থেকে বের করে দেন।
পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন মামলাটি দায়ের করেন।